জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: আধুনিক প্রযুক্তির সাহায্যে হাসপাতাল থেকে চুরি হওযা তিনটি মোবাইল এক মাস পাঁচদিন পর উদ্ধার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোরে চুরি হওয়া তিনটি মোবাইল সহ চোরকে হাতেনাতে আটক করে থানার উপ-পরিদর্শক বদিয়ার রহমান।
আটক আজিজুল মোল্যা (২২) উপজেলার পাটগাতী সরদারপাড়া গ্রামের মৃত বাবুল মোল্যার ছেলে।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর জানান, গত ২৬ জুলাই রাতে আমিনুর শেখের স্ত্রী ফারজানা ইসলাম অসুস্থ হওয়ায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগে ভর্তি করে। পরদিন ভোরে চিকিৎসারত আমিনুলের স্ত্রীর পাশে থাকা ব্যাগে তিনটি অ্যান্ড্রুয়েড মোবাইল ও নগদ ৫ হাজার টাকা চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে আমিনুর টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।
ওসি আরও জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর থেকে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় চোরকে শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোরে পাটগাতী বাইপাস মোড়ে তিনটি মোবাইলসহ হাতে-নাতে আটক করা হয়। তখন আটক আজিজুল কে জিজ্ঞাসাবাদ করা হলে হাসপাতাল থেকে মোবাইল চুরির বিষয়টি স্বীকার করে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
-সজল সরকার