,

হাইকোর্টের সামনে ফুটপাতে ছুরিকাঘাতে নিহত ১

বিডিনিংউজ ১০ ডটকম: হাইকোর্টের সামনে ফুটপাতে ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান এক ভ্যানচালক।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ফুটপাত থেকে রক্তাক্ত অবস্থায় এক ভ্যানচালক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে ছুরি মেরেছে তা জানাতে পারেননি পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর