,

হরভজনের স্পিনে বিভ্রান্ত কোহলির বেঙ্গালুরু

বিডিনিউজ ১০ ডেস্কহরভজন সিংহের স্পিনে বিভ্রান্ত বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে শনিবার প্রথম উইকেট শিকার করেন চেন্নাই সুপার কিংসের অফ স্পিনার হরভজনসিং।

ইনিংসের চতুর্থ ওভারে দলকে ব্রেক থ্রু এনে দেন হরভজন সিং। জাতীয় দলের সাবেক এই তারকা অফ স্পিনারকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেটে থাকা রবিন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে দেন কোহলি।

কোহলির পর মঈন আলীকে সাজঘরে ফেরান হরভজন সিং। এরপর চতুর্থ ওভারে বোলিংয়ে এসে বেঙ্গালুরুর তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে আউট করেন ভাজ্জি।

আইপিএলে ক্যারিয়ারের ১৫০তম ম্যাচ খেলতে নেমে কোহলি-মাঈন আলী-ভিলিয়ার্সকে আউট করে ড্যারেন ব্রাভোকে পেছনে ফেলেন হরভজন সিং। ১৩৮ উইকেট শিকারের মধ্য দিয়ে আইপিএল সেরা বোলারের তালিকায় শীর্ষ চারে উঠে এসেছেন হরভজন। ১৫৪ উইকেট শিকার করে সবার ওপরে আছেন লাসিথ মালিঙ্গা। ১৪৬ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে অমিত মিশ্র।

শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

চেন্নাইয়ের এম চেন্নাস্বামী স্টেডয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানে চার উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় বেঙ্গালুরু।

এই বিভাগের আরও খবর