,

স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস নিয়ে খনা রানী খা (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ওড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

খনা একই উপজেলার ঘৃতকান্দি গ্রামের কাঁচামাল ব্যবসায়ী রমেশ চন্দ্র খার স্ত্রী।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে খনা তার স্বামীর সাথে পার্শ্ববর্তী রামদিয়া বাজারে পোষাকাদি কেনার জন্য যায়। কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে স্বামীর অজান্তে বেলা সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী ওড়াকান্দি গ্রামের রইস্যের ভিটায় (শ্মশান) মন্দির ঘরের আড়ার সাথে পরনের কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে খনা আত্মহত্যা করে।

পরে স্থানীয়রা মন্দিরের আড়ার সাথে লাশ ঝুঁলতে দেখে নিহতের পরিবারের লোকজনকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় কাশিয়ানী থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর