,

স্ত্রী-সন্তানকে খুন করে পালানো ফিরোজ ঢাকায় গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে স্ত্রী ও শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে ফিরোজ মন্ডল (৩৫) নামের এক ব্যক্তি। নিহত স্ত্রীর নাম পলি খাতুন (২৩) ও পাঁচ মাসের কন্যার নাম ফারিহা।

পুলিশ ঘাতক ফিরোজ মন্ডলকে ঢাকার গাবতলীকে থেকে গ্রেফতার করেছে।

পুঠিয়া থানার ওসি (তদন্ত) খালেদুর রহমান জানান, সোমবার রাত ১০টার দিকে স্ত্রী ও কন্যাকে বালিশচাপা দিয়ে হত্যা করে ফিরোজ মন্ডল। এরপর পালিয়ে রাত ১২টায় ন্যাশনাল পরিবহনের একটি বাসে চড়ে ঢাকায় রওনা হয়। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালে পুলিশ রাতেই তার বাসটি শনাক্ত করে দারুস সালাম থানা পুলিশকে জানায়। মঙ্গলবার ভোরে বাসটি ঢাকার গাবতলীতে পৌঁছলে পুলিশ তাকে গ্রেফতার করে দারুস সালাম থানা হেফাজতে রাখেন।

তিনি আরো জানান, পুঠিয়া থানা পুলিশ ফিরোজকে নিয়ে আসার জন্য পুলিশের একটি দল পাঠিয়েছে। নিহত মা ও সন্তানের লাশ থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর