,

স্কুল থেকে আর ‘বাড়ি ফেরা হলো না সাথীর’

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর রাণীনগরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সাথী (৯) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১ টায় রাণীনগর-আত্রাই সড়কের সাহানাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের সাহানা পাড়া গ্রামের শ্রী. বলরাম চন্দ্রের মেয়ে সাথী রাণী স্কুল থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে রাস্তা পারাপারের সময় রাণীনগর থেকে আত্রাইগামী একটি যাত্রবাহী ব্যাটারি চালিত ইজিবাইক ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই ছাত্রী গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

সাথী উপজেলার কাশিমপুর নিড্স ইন্টান্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

এই বিভাগের আরও খবর