সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে শুক্রবার গভীর রাতে এক গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতদল এ সময় ওই খামারের এক নৈশপ্রহরীকে পিটিয়ে আহত করার পর খামারের ভেতরে থাকা প্রায় ৯টি গরু ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর গ্রাম এলাকায় আগমন সিএনজি ফিলিং স্টেশনের পেছনে স্থানীয় ব্যবসায়ী রফিক মিয়া একটি গরুর খামার তৈরি করেন।
খামারের পাশেই ওই এলাকার অপর এক ব্যবসায়ী দুলাল মিয়ার তত্ত্বাবধানে একটি ক্রেন রাখার গ্যারেজ স্থাপন করা হয়েছে। শুক্রবার গভীর রাতে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল ব্যবসায়ী রফিক মিয়ার গরুর খামারে হানা দেয়।
এ সময় ডাকাতদল ওই ক্রেন রাখার গ্যারেজের সিসি ক্যামেরা বিকল করে ও নৈশপ্রহরী সোরহাব হোসেনকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে রফিক মিয়ার খামার থেকে ৯টি গরু ও বিভিন্ন মালামাল লুট করে ট্রাকে তুলে নিয়ে যায়।