গাজীপুর প্রতিনিধি: প্রেমের টানে কিশোরগঞ্জের কুলিয়ারচরের মেয়ে পাপিয়া (২৩) গাজীপুরের কালীগঞ্জের চুপাইর গ্রামের প্রেমিক জাকারিয়ার (২৫) বাড়িতে গত বৃহস্পতিবার বিকালে অবস্থান নেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনার একদিন পর শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শরিয়াহ মোতাবেক তাদের বিবাহ সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাপিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নলবাইদ গ্রামের আসমত আলীর মেয়ে। তিনি পেশায় একজন নার্স। গাজীপুর তাইরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে স্টাফ নার্স হিসেবে ৯ মাস ধরে কাজ করছেন তিনি। তিনি গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে গাজীপুরে এসে জাকারিয়ারর বাড়িতে অবস্থান নেন। এ সময় তিনি বলেন, তাকে বিয়ে করতে হবে, তা না হলে জাকারিয়ার বাড়ি থেকে কোথাও যাবেন না।
পরে এ বিষয়ে স্থানীয় জামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা মিয়া, বিবেকানন্দ দাস গোপাল মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টির সুষ্ঠু সমাধানেরর জন্য উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ের সিদ্বান্তে পৌঁছান। পরে পাপিয়ার বাড়ির লোকজন ডেকে উভয় পক্ষের উপস্থিতিতে তাদের কাজী ডেকে ইসলামি শরিয়াহ মোতাবেক তাদের বিয়ে দেওয়া হয়।
পাপিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, জাকারিয়ার সঙ্গে তার ২০১৬ সালের ৬ মার্চ মোবাইল ফোনের রং নাম্বারে কথা হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে জাকারিয়া নিয়মিত তার সঙ্গে যোগাযোগ করতে থাকে এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত দেখা সাক্ষাত করতেন। কিন্তু গত কিছুদিন ধরে পাপিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জাকারিয়া।