,

সুয়ারেজের জোড়া গোলে পিছিয়ে থেকে জয় বার্সার

বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্কবার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি ইন্টার মিলানের বিপক্ষে খেলবেন এমনটি কেউই প্রত্যাশা করেনি। কেননা ইনজুরিতে অন্তত তিন ম্যাচের জন্য মাঠের বাইরে থাকার কথা তার। কিন্তু বার্সা বস এর্নেস্তো ভালভার্দে শুরুর একাদশে নামিয়ে চমকে দিয়েছিলেন। তাই হলো দলের সেরা তারকার আগমন মানেই শক্তি বেড়ে যাওয়া। তারই ফল হিসেবে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। লুইজ সুয়ারেজের জোড়া গোলে উল্লাস করল ন্যু ক্যাম্প বাসিরা।

বুধবার (০২ অক্টোবর) বিদাগত রাতে নিজেদের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচে ইন্টার মিলানকে ২-১ এ হারিয়েছে স্বাগতিকরা। এই নিয়ে ন্যু ক্যাম্পে সাতবার খেলে ছয়বারই হেরেছে ইন্টার মিলান। ১৯৭০ সালে ফেয়ারস কাপে একমাত্র জয় পেয়েছে ইতালিয়ান ক্লাবটি।

ঘরের মাঠে অগোছালো আক্রমণভাগের খেসারত দিতে হতো বার্সেলোনার। শুরুতে বার্সাকে চমকে দিয়েছিল ইন্টার মিলান। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে ইতালির জায়ান্টরা। ম্যাচের তৃতীয় মিনিটেই দুর্দান্ত গোল করে ইন্টারকে এগিয়ে দেন লওতারো মার্টিনেজ। এরপরে বেপরোয়া কাতালানদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে কাউন্টার এটাক চালায় ইতালিয়ান ক্লাবটি। মার্তিনেজের একটি গোল অফসাইডে আটকে না গেলে প্রথমার্ধেই ২ গোলের লিড পেতো ইন্টার।

পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে বার্সা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বেড়ে যায় কাতালানদের। ম্যাচের ৫৮তম মিনিটে আঁতুর ভিদালের বাড়ানো বলে দৃষ্টি নন্দন সুট করে দলকে সমতায় ফেরান রুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ।

সমতায় থেকে বার্সার স্বস্তি এখনো আসেনি; একের পর এক আক্রমণে থাকা স্বাগতিকরা গোল পায় শেষের দিকে। ম্যাচের ৮৪তম মিনিটে মেসির বাড়ানো বলে আবারও গোল করে  ন্যু ক্যাম্প বাসীদের জয়ের আনন্দে ভাসান সুয়ারেজ। মজার বিষয় হচ্ছে সুয়ারেজ জোড়া গোল করলেও ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন।

এই গ্রুপের অন্য ম্যাচে স্লাভিয়া প্রাহার মাঠে ২-০ গোলে জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড।

এই বিভাগের আরও খবর