সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রয়াত এক মুক্তিযোদ্ধার স্ত্রী ও অবসরপ্রাপ্ত পরিবার-পরিকল্পনা কল্যাণ সহকারী রাশিদা খানম নাজুকে (৬৫) গলা কেটে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কে অবস্থিত সোনালী ব্যাংকের সামনের নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাশিদা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক মাস্টারের স্ত্রী।
এ ঘটনার পর থেকে নিহতের ছেলে কমিউনিটি হেলথ ক্লিনিক প্রোভাইডার (সিএইচসিপি) ইমরান হোসেন লিয়ন পলাতক রয়েছেন। খবর পেয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের ছোট ভাই জাকির হোসেন খান রানা বলেন, তার বোন রাশিদা খানম তার বড় ছেলে ইমরান হোসেন লিয়ন ও পুত্রবধূর সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। সকালে পুত্রবধূ তার ছেলেকে নিয়ে স্কুলে যায়।
সকাল ৯টার দিকে বাড়ি ফিরে দেখতে পান তার শাশুড়ি রাশিদা খানমকে নিজ ঘরে খাটের ওপর গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় পুত্রবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, গরু জবাই করা ধারালো ছুরি দিয়ে রাশিদা খানমকে হত্যা করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে হত্যার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে।