সাভার (ঢাকা): সাভার পৌরসভা এলাকায় রুহানুল ইসলাম রুহান (১৮) নামে এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে এলাকার ব্যাংক কলোনি এলাকার একটি রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।
রুহান সাভারের কর্ণপাড়া এলাকার ব্যবসায়ী আব্দুস সোবাহানের ছেলে। তিনি স্থানীয় রোবেলা স্কুল থেকে ২০১৯ সালে এসএসসি পাস করেন।
জানান যায়, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মুড়ি খেতে ব্যাংক কলোনি এলাকার মুড়ি মটকা রেস্তোরাঁ যান রুহান। এ সময় পূর্বশত্রুতার জেরে রুহানকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে অভিযোগ উঠেছে নাসির ও হৃদয় নামে তার দুই বন্ধুর বিরুদ্ধে। পরে স্থানীয়রা রুহানকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজের হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে সাভার থানার পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ বলেন, বন্ধুদের ভেতর পূর্বশত্রুতার জেরেই তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।