সোমবার রাত ৩টার দিকে শহরের সুলতানপুর পালপাড়ায় এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
নিহত দিপিকা হাজরা ওই এলাকার অপারেষ পালের ছেলে অনিমেষ পালের স্ত্রী এবং কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের ওমিয় হাজরার মেয়ে।
দীপিকার মা কল্পনা হাজরা বলেন, ২০১৮ সালে তার মেয়ের সঙ্গে অনিমেষের বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের দাবিতে মেয়েকে প্রায়ই মারধর করা হতো। চাহিদামত তাকে কয়েকদফা যৌতুকের টাকাও দেওয়া হয়।
“জামাই চাকরির জন্য বাগেরহাটে থাকলেও মেয়েকে তার শ্বশুর-শাশুড়ি সেখানে যেতে দিত না। এমনকি মোবাইল ফোনেও জামাইয়ের সঙ্গে কথা বলতো দিত না।”
তিনি বলেন,“চারদিন আগে তার বাড়ি থেকে মেয়েকে নিয়ে যায় অনিমেষ। মেয়ে প্রথমে যেতে না চাইলে তাকে সেখানেও মারধর করে নিয়ে যাওয়া হয়। এরপর রাত তিনটার দিকে জামাই ফোন করে বলে আপনার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।”
কল্পনার অভিযোগ, তার মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে; তাকে প্রথমে হত্যা করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে।
ওসি বলেন,লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।