,

সাংবাদিক কে.এম রুবেল মারা গেছেন

জেলা প্রতিনিধি, ফরিদপুর: বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের ফরিদপুর জেলা প্রতিনিধি কাজী তৈয়াবুর রহমান (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে শুক্রবার রাতে ফরিদপুরের ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কে.এম রুবেল নামে পরিচিত ছিলেন।

কে.এম রুবেল স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। শনিবার দুপুরে স্থানীয় বায়তুল আমান ঈদগাহ ময়দানে জানাজা শেষে বিলমাহমুদপুর আরামবাগ কবরস্থানে তাঁকে দফন করা হয়। তিনি ফরিদপুর পৌরসভার বিলমাহমুদপুর আব্দুর রহমানের ডাঙ্গী মহল্লার বাসিন্দা ছিলেন।

এর আগে কে.এম রুবেলের মরদেহ ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে নেওয়া হয়। সেখোনে প্রেস ক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পুলিশ সুপার আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক রায়, সদরের ইউএনও লিটন ঢালী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্‌ মো. ইশতিয়াক আরিফ, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই সরকার, সিপিবি ফরিদপুরের সাধারণ সম্পাদক অরুণ শীল, নারীনেত্রী আসমা আক্তার মুক্তা, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক কাজী সবুজসহ সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা প্রশাসক অতুল সরকার কে.এম রুবেলের বাড়িতে যান ও তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

কে.এম রুবেল ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক ও খেলাঘর ফরিদপুর জেলা শাখার বর্তমান কমিটির সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে সমকাল প্রকাশক আবুল কালাম আজাদ ও খেলাঘর ফরিদপুরের সভাপতি আলতাফ মাহমুদ গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর