,

সর্বনিম্ন ডাউনলোড স্পিডের তালিকায় বাংলাদেশ দশম

প্রযুক্তি ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ওপেন সিগন্যাল এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ইন্টারনেট ডাউনলোডের স্পিড পর্যালোচনা করে। এতে সর্বনিম্ন ডাউনলোড স্পিডের তালিকায় বাংলাদেশের নাম দশম স্থানে প্রকাশ করেছে সংস্থাটি।

ওপেন সিগন্যাল সারা বিশ্বের প্রায় ৪ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ২৩৪টি মোবাইল ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করেছে। সর্বনিম্ন ডাউনলোড স্পিড তালিকার প্রথম স্থানে আছে ইরাক। ইরাকের ইন্টারনেট ব্যবহারকারীরা গড়ে প্রতি সেকেন্ডে ১.৬ এমবিপিএস ডাউনলোড স্পিড পান। তালিকার দ্বিতীয় স্থানে আছে আলজেরিয়া (৩.১ এমবিপিএস) এবং তৃতীয় স্থানে আছে নেপাল (৪.৪ এমবিপিএস)।

৮৭টি দেশের মধ্যে গড়ে প্রতি সেকেন্ডে ৫.৭ এমবিপিএস স্পিড নিয়ে বাংলাদেশ আছে দশম স্থানে। প্রতিবেশী দেশ ভারত ৬.৮ এমবিপিএস স্পিড নিয়ে ১৪তম স্থানে ও পাকিস্তান ৬.২ এমবিপিএস স্পিড নিয়ে ১২তম স্থানে আছে। এসব দেশসহ আরও ২০টি দেশ আছে যাদের গতি ১০ এমবিপিএসের নিচে।

তবে সবচেয়ে বেশি ডাউনলোড স্পিডসমৃদ্ধ দেশগুলোর নাম শুনলে আপনি কিছুটা অবাকই হবেন। গড়ে প্রতি সেকেন্ডে ৫২.৪ এমবিপিএস স্পিড নিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড তালিকার প্রথমে আছে দক্ষিণ কোরিয়া। এরপর তালিকার দ্বিতীয় স্থানে আছে নরওয়ে (৪৮.২ এমবিপিএস) এবং তৃতীয় স্থানে আছে কানাডা (৪২.৫ এমবিপিএস)।

এই বিভাগের আরও খবর