পুলিশ আরও জানায়, গতকাল শনিবার পৌরসভার এক মাদ্রাসার ছাত্রী (১৫) বাড়ি থেকে পাশের দোকানে কিছু জিনিস কিনতে যায়। এ সময় ফুলদহ গ্রামের মাহফুজুর রহমান (২৩) তাঁর বন্ধুদের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা গতকাল রাতে মাহফুজুরকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই ছাত্রীকে রোববার ভোরে ধনবাড়ী থানার বাদুড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাহফুজুরকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মাজিদ বলেন, অপহৃত ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।