,

সকল রোগের ভুয়া ডাক্তার, ‘ওষুধ’ রং মেশানো পানি!

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: স্বামীকে বশ করতে না পারা, সন্তানদের বিয়ে না হওয়া, বিদেশ যেতে না পারা-এমন সব সমস্যার ভুয়া সমাধান করে দিতেন তিনি। সর্বরোগের ওষুধই তিনি দিতেন। ওষুধ হিসেবে দিতেন তাবিজ, পানি পড়া, রং মেশানো পানি। সঙ্গে হোমিও, অ্যালোপ্যাথিক ওষুধ।

এমন এক ভুয়া ডাক্তারকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে শামসুদ্দিন নামের ওই ভুয়া ডাক্তারকে ৬০ হাজার টাকা জরিমানা করে।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি জানান, কোনো ধরনের সনদ না থাকলেও হোমিও এবং অ্যালোপ্যাথিক চিকিৎসা দিয়ে আসছিলেন শামসুদ্দিন নামের ওই ব্যক্তি। অভিযানের সময় তার ঘর থেকে তাবিজ, রং মেশানো পানিসহ নানা ধরনের ওষুধ উদ্ধার করা হয়। একটি রাজকীয় চেয়ারে বসে শামসুদ্দিন চিকিৎসাসেবা দিতেন। নামের আগে তিনি ডা. লিখতেন। ভবিষ্যতে তিনি এ ধরনের সেবা দেবেন না বলে মুচলেকা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর