,

শেষটা রাঙাল মোহামেডান

স্পোর্টস ডেস্ক: জিতলেই রানার্সআপ হতে পারত ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব। কিন্তু দোলেশ্বরের স্বপ্ন ভেঙে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে প্রাইম দোলেশ্বরকে হারিয়েছে মোহামেডান।

আজ শনিবার নিজেদের শেষ ম্যাচে দোলেশ্বরকে বৃষ্টি আইনে ২৫ রানে হারিয়েছে মোহামেডান। মোহামেডান জয় দিয়ে শেষ করল প্রিমিয়ার লিগ মিশন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামে মোহামেডান। দুই ওপেনার ইমন-অভিষেক ২.৩ ওভার খেলে ১০ রান না তুলতেই বৃষ্টি নামে। ৯টায় শুরু হওয়া এই ম্যাচটি বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকে। এরপর ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৩ ওভারে। সেই সময়ে পাঁচ উইকেটে ১০৩ রান করে মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন পারভেজ হোসেন ইমন। ৮ বলে ২৩ রান করেন শুভাগত হোম। ১৯ বলে ১৮ রান করেন শাকিল হোসেন। ৯ বলে ৯ রান আসে শামসুর রহমানের ব্যাট থেকে।

রান তাড়া করতে নামা দোলেশ্বরের সামনে বৃষ্টি আইনে লক্ষ্য পড়ে ১৩ ওভারে ১০৭ রান। জবাব দিতে নেমে প্রথম ওভারেই হোঁচট খায় দোলেশ্বর। এরপর একে একে উইকেট হারাতে থাকে। তবে উইকেট হারালেও সবাই রানের গতি ঠিক রাখেন। এক পর্যায়ে লক্ষ্য ছোঁয়ার কাছেও চলে যায় দোলেশ্বর। কিন্তু শেষ দিকে আর পারল না ক্লাবটি। শেষ পর্যন্ত ৮১ রানে গুটিয়ে নেয় দোলেশ্বর।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন ফজলে মাহমুদ। ১৬ বলে ১৭ রান করেন তিনি। ৮ বলে ১৫ করেন ইমরান। বাকিরা ছিলেন আসা-যাওয়ায়।

বল হাতে মোহামেডানের হয়ে দারুণ খেলেছেন ইয়াসির আরাফাত। মাত্র ১১ রান খরচায় তিনি একাই নিয়েছেন চার উইকেট। ২১ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন রুহেল মিয়া।

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান : ১৩ ওভারে ১০৩/৫ (পারভেজ ২৬, অভিষেক ৩, শাকিল ১৮, শামসুর ৯, শুভাগত ২৩*, মাহমুদুল ৯*; শরিফউল্লাহ ৩-০-৬-১, এনামুল ২-০-১৩-২)।

প্রাইম দোলেশ্বর : (লক্ষ্য ১৩ ওভারে ১০৭) ১১.৪ ওভারে ৮১ (ইমরান ১৫, সাইফ ১১, ফজলে মাহমুদ ১৬,  শফিকুল ৫*; রুয়েল ২.৩-০-২১-৫, আসিফ ২-০-১৭-১, আবু হায়দার ১-০-১৪-০, ইয়াসিন ৩-০-১১-৪ , শুভাগত ৩-০-১৭-০)।

ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ২৫ রানে জয়ী।

এই বিভাগের আরও খবর