আগামী শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা এবং শনিবার সকাল ৭ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা, খুলনা জেলার তেরখাদা এবং বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন জানিয়েছেন।
হেলালউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার স্টেশন স্থানান্তর এবং নতুন নির্মিত বাসে সংযোগ প্রদানসহ অন্যান্য কারণে বিদুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নতুন নির্মিত বাসে বিদ্যুৎ সংযোগ প্রদানসহ গোপালগঞ্জ ১৩২ কেভি থেকে ৪শ’ কেভি গ্রিড উপকেন্দ্র লাইনের বার্ষিক সংরক্ষণ কাজ করা হবে। এ কারণে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা এবং শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গোপালগঞ্জ, খুলনা জেলার তেরখাদা ও বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।