এনামুল হক, ময়মনসিংহ: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির রোগমুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ত্রিশাল উপজেলা তাঁতী লীগের আয়োজনে আ.লীগ কার্যালয়ে জননেতা ইকবাল হোসেনের সহযোগীতায় এ কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, আওয়ামী লীগের অন্যতম সদস্য জননেতা ইকবাল হোসেন, হরিরামপুর ইউপি চেয়ারম্যান উপজেলা তাঁতী লীগের আহবায়ক নেয়ামত খান, সাবেক ছাত্রনেতা, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগ নেতা নয়ন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, সাইদুল ইসলাম প্রমুখ।