নিজস্ব প্রতিবেদক: ‘ভাটির শার্দুল’ খ্যাত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মদিন আজ ১ জানুয়ারি।
১৯৪৪ সালের এদিনে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে বাবা হাজি মো. তায়েব উদ্দিন এবং মা তমিজা খাতুনের ঘর আলো করে পৃথিবীতে আসেন তিনি।
২০১৩ সালের ২৪ এপ্রিল প্রথম মেয়াদে দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আবদুল হামিদ। দ্বিতীয় মেয়াদে ২০১৮ সালের এপ্রিলে দেশের ২১তম রাষ্ট্রপতির দায়িত্ব পান তিনি।
জন্মদিন উপলক্ষে তার নিজ এলাকা কিশোরগঞ্জে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে বুধবার দুপুরে রাষ্ট্রপতির নিজ নামে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ.ন.ম নৌশাদ খান।
এছাড়াও কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হবে।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন জানান, রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত থাকবেন।