,

যে কারণে ফেঁসে গেলেন আফ্রিদি

Pakistan's pacer Shaheen Shah Afridi (L) celebrates with teammates after taking the wicket of Sri Lanka's Angelo Mathews during the second day of the second Test cricket match between Pakistan and Sri Lanka at the National Cricket Stadium in Karachi on December 20, 2019. (Photo by Asif HASSAN / AFP) (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)

বিডিনিউজ ১০ খেলাধূলাদুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তানের তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। এবার বিতর্কে জড়ালেন সাংবাদিককে বর্ণবাদী মন্তব্য করে। করাচি টেস্টে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এ বিতর্কের সৃষ্টি করেন তিনি।

সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দয়া করে আপনার ওপর আলো ফেলুন যেন আমি আপনাকে ভালোভাবে দেখতে পারি।’ এমন মন্তব্যের পর সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন শাহীন শাহ আফ্রিদি। বেশ চটেছেন এ মন্তব্যের শিকার হওয়া সাংবাদিক আসগর আলী। এক ভিডিও বার্তায় আসগর আলী ক্ষমা চাইতে বলেছেন শাহীন শাহ আফ্রিদিকে। নতুবা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমি প্রশ্ন করার পরই আফ্রিদি আমার গায়ে আলো ফেলতে বলে যেন সে আমাকে দেখতে পায়। আমি এতে বর্ণবিদ্বেষের গন্ধ পাচ্ছি। কারণ আমার গায়ের রং কৃষ্ণাঙ্গদের মতো। এ মন্তব্য করে শাহীন শাহ আফ্রিদি আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছে। সে যদি এ জন্য প্রকাশ্যে ক্ষমা না চায় তবে আমি শাহীন, পাকিস্তান বোর্ড এবং এর সঙ্গে যারা জড়িত সবাইকে আদালতে নেব।’

এই বিভাগের আরও খবর