জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহন ও ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারের ওপর হামলা ঘটনায় মামলা হয়েছে। সৈকত ইসলাম বাবু নামের একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
শনিবার (২২ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের নিচে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ কাঞ্চন এলাকায় অভিযান চালিয়ে সৈকত গ্রেপ্তার করা হয়।
হামলার শিকার আল আমিন হক বলেন, ‘বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ করে অফিসে ফেরার সময় রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে তাঁদের গাড়িতে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় যমুনা টেলিভিশনের ক্যামেরাও ভাঙচুর করার চেষ্টা করা হয়। প্রতিবাদ করলে আরও কয়েকজন সহযোগী ডেকে আনে অভিযুক্ত হামলাকারী আসলাম। পরে সহযোগীরা মিলে আমাকে মেরে রক্তাক্ত করে। কয়েক দফায় হামলা করে ক্যামেরা ও ভিডিও জার্নালিস্টের ওপর।’
তিনি বলেন, ‘আমার ওপরে হামলার ঘটনার বিষয়টি রূপগঞ্জ থানার ওসিকে জানান হলে তিনি সঙ্গে সঙ্গে অ্যাকশনে যান। এ বিষয়ে আমি বাদী হয়ে একটি মামলাও করেছি।’
রূপগঞ্জ থানার ওসি এএফএম ছায়েদ বলেন, ‘ভুক্তভোগী ওই সাংবাদিক থানায় এসে অভিযোগ করার কিছুক্ষণের মধ্যে সৈকত নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
তিনি বলেন, ‘রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের নিচে হামলার শিকার যমুনা টিভির রিপোর্টার আল আমিন হক এই ঘটনায় একটি মামলাও করেছেন।’