,

ময়মনসিংহে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক মফিজ উদ্দিনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধুরাইল ইউনিয়নের চকমোকামিয়া শহীদ খাজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটক মফিজ উদ্দিন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ ফারুক বলেন, ৫ম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর শিক্ষক মফিজ উদ্দিন স্কুলছাত্রীকে বিদ্যালয় সংলগ্ন স্থানে রেইনট্রি গাছের পাশে শ্রীলতাহানির চেষ্টা করেন।

এ সময় মেয়েটির চিৎকারে অন্যান্য শিক্ষার্থী ও সহকারী শিক্ষকগণ ছুটে গেলে শিক্ষক মফিজ উদ্দিন পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়।

হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, স্কুল শিক্ষার্থীকে শ্রীলতাহানির অভিযোগে শিক্ষক মফিজ উদ্দিনকে আটক করা হয়েছে। স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

এই বিভাগের আরও খবর