,

মুন্সীগঞ্জে করোনা রোগীর সংখ্যা দুইশ ছাড়িয়ে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে নতুন করে সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে। এর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, গত ৪ মে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন-এ (নিপসম) পাঠানো ৭২টি নমুনার মধ্যে সাতজনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে সদর উপজেলার চারজন, লৌহজংয়ের একজন ও শ্রীনগরের দুইজন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলার ১১২৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৮৬৭টির। যার মধ্যে ২০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এই বিভাগের আরও খবর