,

মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জে ফ্রি ‘রক্তের গ্রুপ পরীক্ষা’

গোপালগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বিনমূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্প আয়োজন করে মতুয়া রক্তদান কমিটি।

বৃহস্পতিবার কমিটির সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মিহির বালা, গোপালগঞ্জ হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুবল চন্দ্র রায়, গোপালগঞ্জ ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক অমর রায় ও সংগঠনের সদস্য পংকজ রায় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ বুকের তাজা রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা অর্জন করেছে। তাদের এই মহান আত্মত্যাগের প্রতি সম্মান রেখে মানুষের জীবন বাঁচাতে প্রত্যেকেরই প্রয়োজনীয় সময়ে রক্ত দান করা উচিৎ।

বক্তারা আরো বলেন, প্রত্যেক ব্যক্তিরই নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরী। এতে বিভিন্ন সময়ে নানা গুরুত্বপূর্ণ সময়ে রক্ত দেয়া বা নেয়ার বিষয়টি সহজ হয়।

পরে মোমবাতি প্রজ্জলন করে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করা হয়।

এই বিভাগের আরও খবর