,

মুজিববর্ষে কাশিয়ানীতে ‘ক্রিকেট খেলার’ উদ্বোধন

বক্তব্য রাখছেন সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কাশিয়ানী রেলস্টেশন সংলগ্ন মাঠে পোনা যুবসমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্যা, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত হোসেন, কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি মুন্শী ওয়াহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মৃধা কালু, জামিনুর রহমান (জাপান), ব্যবসায়ী হিরো মৃধা প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে পোনা বনাম মহানাগ দল অংশ নেয়।

এই বিভাগের আরও খবর