শহিদুল ইসলাম: গোপালগঞ্জের মুকসুদপুরে ২৫শত পরিবারের মধ্যে অগ্রীম ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের প্রতিটি মুসলিম পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ ইফতার বিতরন করেন মুকসুদপুর উপজেলা আওয়ামলীগের সদস্য ও ননীক্ষীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবক শেখ রনি আহম্মেদ।
শেখ রনি আহম্মেদ জানান, আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রতি বছরের ন্যায় এবছরও ২৫ শত পরিবারের মধ্যে অগ্রিম ইফতার সামগ্রী প্রতি বাড়ি বাড়ি গিয়ে পৌছায়ে দিয়েছি। প্রতি প্যাকেটে রয়েছে এক কেজি করে চিনি, খেজুর, মুড়ি ও ছোলা। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহমুদ খান (কুটি), ব্যাংকার বিপুল বৈরাগী ও শেখ রনি আহম্মেদ সমর্থক গোষ্ঠির নেতৃবৃন্দ।