,

মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া!

বিডিনিউজ ১০, বিনোদন ডেস্কবেশ কিছুদিন আগেই গুঞ্জন রটেছিলো বিবাহ বিচ্ছেদ হতে চলেছে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস জুটির। মাত্র গত বছরই বিয়ের পিঁড়িতে বসা এই তারকা দম্পতির হঠাৎ বিচ্ছেদের গুঞ্জনে সাড়া পড়ে গিয়েছিলো তাদের ভক্তদের মাঝে।

তবে তা শুধুই গুঞ্জন ছিলো বলে সে খবর নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা নিজেই। এমন গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এবার শোনা যাচ্ছে, সুখের দাম্পত্যে মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি প্রিয়াঙ্কা মা মধু চোপড়ার কসমেটিক ক্লিনিকের একটি নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন বলিউডের দেশিগার্ল খ্যাত তারকা।

সেখানেই তার দেখা মিললো ঢিলেঢালা পোষাকে। আর সে পোশাকেই প্রিয়াঙ্কার ‘বেবী বাম্প’ উঁকি দিচ্ছিলো। এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

তবে নিজের মা হওয়ার ব্যাপারে এখনো তেমন কিছুই প্রকাশ্যে বলেননি প্রিয়াঙ্কা চোপড়া। হয়তো শেষপর্যন্ত এটিও গুজব বলেই প্রমাণ হবে।

এদিকে প্রিয়াঙ্কা বর্তমানে কাজ করছেন হলিউডের ছবি ‘ইজ নট ইট রোমান্টিক?’ ও সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘হিরা মান্দি’ ছবিতে। দুটি ছবিই চলতি বছরে রুপালি পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর