বিনোদন ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: চলচ্চিত্র যখন শিল্পী সংকটে তখন মায়ের চরিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন মম শিউলী। যৌথ প্রযোজনা ও দেশি ছবিতে তিনি মায়ের চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি কাজ করছেন শামীম আহম্মেদ রনি পরিচালিত ‘শাহেন শাহ’ চলচ্চিত্রে। এই ছবিতে তিনি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করছেন।
শাকিব খানকে নিয়ে মম শিউলী বলেন,‘আমি শাকিব খানের সঙ্গে এর আগে দুটি ছবিতে কাজ করেছি। সেগুলো হলো, শিকারী ও চালবাজ। দুটি ছবিই আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ, প্রথমতো ছবিটি শকিব খানের, দ্বিতীয়তো দুটি ছবিই ছিল যৌথ প্রযোজনার। কলকাতার টেকনিশিয়ানরা অনেক সিরিয়াস, তারপর ভিন দেশ। তবে কাজ করে অনেক ভালো লেগেছে। বিশেষ করে শাকিব খানের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আসলেই সে অনেক গুণী অভিনয় শিল্পী’।
‘শাহেন শাহ’ নিয়ে শিউলী বলেন, ‘এই ছবিতে আমি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করছি। শাকিব খানের সঙ্গে দেশি ছবিতে এটাই আমার প্রথম কাজ। আমি ধন্যবাদ দিতে চাই পরিচালক শামীম আহমেদ রনিকে, তিনি আমাকে এই ছবিতে যুক্ত করেছেন। আশা করি, ছবিটি ভালো কিছু হবে।’
মায়ের চরিত্র নিয়ে শিউলি বলেন,‘মা শব্দটির গভীরতা অনেক। একেক পরিবারে মা একেক রকম হলেও মায়ের মূল রূপটা একই। তার পরও গল্প অনুযায়ী আলাদা একটা ধরন থাকে। আমি মায়ের চরিত্র করতে পছন্দ করি। তবে পরিচালক অন্য কোনো চরিত্র দিলে সেটিও আমি করতে চাই।’
প্রথম কাজ নিয়ে শিউলী বলেন, “সাবের হোসেন চৌধুরীর ‘ঘরমন সংসার’ শিরোনামে একটি নাটকে কাজ করেছি। প্রথমে একটু ভয় পেলেও এক টেকে শট ওকে হয়েছিল। তখন মনটা শান্ত হয়। মনে হয়, আমি ভালো কিছু করতে পারব। তারপর থেকেই নাটক ও সিনেমায় কাজ করে যাচ্ছি।’
ঢাকাই চলচ্চিত্রে ২০০৯ সালে অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। উল্লেখযোগ্য ছবি হচ্ছে শিকারী, অহংকার, চালবাজসহ আরো অনেকে।