,

মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মদনে রাকিব (১২) নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাকিব ওই গ্রামের বজলু মিয়ার ছেলে । সে বাঁশরী মমতাজ উদ্দিন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাকিবের পরিবার জীবিকা নির্বাহের জন্য সিলেট বসবাস করে। রাকিবের বড় ভাই সোহাগ গ্রামে বেড়াতে এসে শনিবার রাতে রাকিবকে বাড়িতে নেওয়ার জন্য মাদ্রাসায় গিয়ে ছুটির আবেদন করে। রাকিব ছুটি নিয়ে বাড়িতে এসে সোমবার ভোরে বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ আদায় করে। পরে মসজিদের পিছনে আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা।

মদন থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, সোমবার সকালে রাকিব নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণার মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

এই বিভাগের আরও খবর