মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদরে সোহান শেখ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের জেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে শহরের জেলা পরিষদ সংলগ্ন এলাকার এনায়েত হোসেন নান্নুর ভাড়াটিয়া হাবিব শেখের ছেলে নিখোঁজ ছিল। পরে রাত ৯টার দিকে একই বাড়ির তিনতলা ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় সোহানকে। পরে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এনায়েত হোসেন নান্নু বলেন, আমি এখানে থাকি না। নিচতলা আমি গোডাউন হিসেবে ব্যবহার করি। দোতলা তিনতলা ভাড়া দেওয়া। আমি শুনেছি এলাকার বেশ কিছু স্কুল পড়ুয়া ছেলে ছাদে আড্ডা দেয়। আমার বাড়ির সামনের সব দোকানে সিসি ক্যামারা আছে। পুলিশ ক্যামেরা ফুটেজ দেখলে আসল ঘটনা উদঘাটন হবে।
নিহতের বাবা হাবিব শেখ দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মাদারীপুর সদর থানার এসআই কামরুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। বেশকিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শীঘ্রই রহস্য উদঘাটন করা সম্ভব হবে।