স্পোর্টস ডেস্ক: চার ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ওয়েস্ট ইন্ডিজে। শুক্রবার (৩০ জুলাই) গায়ানায় অনুশীলনের সময় মাথায় চোট পেয়েছেন পাকিস্তানের মারকুটে ব্যাটসম্যান আজম খান। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর ফলে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী দুই ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ৩ আগস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে পারেন তিনি।
অনুশীলনের সময় মাথায় হেলমেট থাকলেও সতর্কতার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও দলের পক্ষ থেকে জানানো হয়েছে তার কনকাশনের কোনো লক্ষণ দেখা যায়নি।
ক্রিকেট পাকিস্তান ডট কম এক প্রতিবেদনে জানিয়েছে, একজন নিউরোসার্জন আজমকে ২৪ ঘণ্টার বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এরপর সোমবার তাকে আবারও পর্যবেক্ষণ করা হবে।
বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে সিরিজটি এখন তিন ম্যাচের রূপ নিয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার আবারও মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি রবিবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে।