,

মাঠে সাকিবের অন্যরকম উদযাপন!

বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্ক: সাকিব আল হাসান। নিঃসন্দেহে বিশ্ব অন্যতম সেরা অল-রাউন্ডার। তবে ব্যাটে-বলে এরকম ধারাবাহিক ক্রিকেটার বিশ্ব ক্রিকেটেই বিরল।

টেস্ট কিংবা ওয়ানডে, হাজার হাজার রান করেছেন সাকিব। কখনো সেঞ্চুরি, এমনকি টেস্টে ডাবল সেঞ্চুরির পরও তাকে স্রষ্টার উদ্দেশ্যে সেজদা দিতে দেখা যায়নি। সেই সাকিব শুক্রবার বিপিএলে সিলেট সিক্সার্সের বিপক্ষে ফিফটি করেই সেজদা দিয়েছেন!
কেন? সরাসরি সাকিবের উত্তর পাওয়া যায়নি। তবে সাকিবের দল, ঢাকা ডায়নামাইটসের ম্যানেজার আজম ইকবাল বলেন, ‌প্রথমবার যেবার ঢাকা চ্যাম্পিয়ন হয়েছিল, সেবার মনে হয় সে বিপিএলে সর্বশেষ ফিফটি করেছিল। মাঝে অনেক বছর কোনো ফিফটি ছিল না। সে কারণেই এমন উদযাপন। কালও এটা নিয়ে ওর সঙ্গে কথা হচ্ছিল (ফিফটি না পাওয়া নিয়ে)।

তার কথার সূত্র ধরে জানা গেল, বিপিএলে সাকিব সর্বশেষ ফিফটি করেছেন ২০১৩ সালের ফেব্রুয়ারিতে চিটাগং ভাইকিংসের বিপক্ষে। তখন ঢাকা ফ্র্যাঞ্চাইজির নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

তবে মধ্যখানে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব ১১টি ফিফটি করলেও একটিও ছিল না বিপিএলে। বিপিএলে দীর্ঘ ফিফটি খরা কাটতেই শুক্রবার সিলেটের মাঠে ফিফটি করে অন্যরকম উদযাপন করেন সাকিব।

এই বিভাগের আরও খবর