,

ভোলায় সুপারি চুরির অভিযোগে শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

ভোলায় সুপারি চুরির অভিযোগে শিশুকে শিকলে বেঁধে নির্যাতন।

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি: ভোলায় গাছ থেকে সুপারি চুরির অভিযোগে আলাউদ্দিন (১২) নামে এক শিশুকে শিকলে বেঁধে নির্যাতন করা হয়েছে।

এ ঘটনায় ফাতেমা বেগম (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শিশু আলাউদ্দিন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ চর আনন্দ গ্রামের কামাল দেওয়ানের ছেলে।

আর গ্রেফতারকৃত ফাতেমা একই গ্রামের প্রবাসী মোছলেম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে প্রবাসী মোছলেম উদ্দিনের বাগান থেকে সুপারি চুরির অভিযোগে শিশু আলাউদ্দিনকে আটক করা হয়। এর পর তাকে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতন করেন প্রবাসীর স্ত্রী ফাতেমা ও তার সহযোগী একই গ্রামের ইউসুফ পাটওয়ারী, মাইনউদ্দিন ও শামসুদ্দিন।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ আটক শিশুটিকে উদ্ধার করে।

ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশু আলাউদ্দিনের চাচা ইসমাইল হোসেন চারজনকে আসামি করে ভোলা মডেল থানায় মামলা করেছেন। আসামি ফাতেমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর