সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় চুমকি আক্তার (২৫) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার শ্রীপুরে এ ঘটনা ঘটে।
নিহত চুমকি নওগাঁর রানিনগর থানার বাবু সরদারের মেয়ে। সে শ্রীপুরের সানোয়ার হোসেনের বাসায় ভাড়া থাকত ও স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করত।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বদরুজ্জামান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই তরুণী একাই এ বাড়িতে ভাড়া থাকত।
এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তরুণী আত্মহত্যা করেছে। তবে কারণ জানা যায়নি। বাড়ির মালিক ও আশপাশের লোকজনও কিছু বলতে পারছেন না।
তবে বাড়ির মালিক এ বাসায় থাকতেন না বলে জানা গেছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এ ঘটনায় বাড়ির মালিক সানোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।