,

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই স্টার্ক-কামিন্স-হ্যাজেলউড

ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নেই অস্ট্রেলিয়ার তিন সেরা পেসার মিচেল স্টার্ক-প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। তাদেরকে বিশ্রাম দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার।

তিনি বলেন, ‘আসন্ন ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই তিন পেসারকে বিশ্রামে রাখা হবে। শুধুমাত্র এই সিরিজেই নয়, বিশ্বকাপের আগে তাদের বেশি-বেশি বিশ্রাম দেয়া হবে।’
চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ হবে ইংল্যান্ডের মাটিতে।

ওই বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে দলগুলো। সেই তালিকায় আছে অস্ট্রেলিয়াও। তাই দলের সেরা তিন পেসারকে ফুরফুরা রাখতেই আগামী দিনগুলোতে তাদের বিশ্রামে রাখার পরিকল্পনা অস্ট্রেলিয়ার।

ল্যাঙ্গার বলেন, ‘বোলারদের ব্যবহারের উপর অনেক কিছুই নির্ভর করে। দলের পেসারদের ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দিতে চাই। কারণ এ বছর আমাদের গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে।

এছাড়া সবচেয়ে বড় ইভেন্ট, ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনার মধ্যে স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডও রয়েছে। গুরুত্বপূর্ণ ইভেন্ট আমরা তাদের সার্ভিস পেতে চাই। এজন্যই তাদের সব ম্যাচে খেলানো সম্ভব নয়।’

এই বিভাগের আরও খবর