জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০মে) দুপুরে উপজেলার পাটগাতী বাজারের এসএম এন্টারপ্রাইজকে ১০ হাজার, রাধাকৃষ্ণ ভান্ডার ৪ হাজার ও নুপুর এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শামীম হাসান।
সহকারি পরিচালক শামীম হাসান জানান, সরকার নির্ধারিত মূল্য ও পণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় তিন ব্যবসাীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের সতর্ক করতে প্রাথমিকভাবে কম জরিমানা করা হয়েছে। পরে এসব অপরাধ করলে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি মামলা ও প্রতিষ্ঠান সিলগালা করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
-সজল সরকার