,

বৃষ্টিতে কাশিয়ানীর জনজীবন বিপর্যস্ত

কাশিয়ানী প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বর্ষণে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর থেকেই মুষলধারে বৃষ্টি হয়েছে। দুপুর নাগাদ বৃষ্টির পরিমাণ কমলেও দেখা মেলেনি সূর্যের।

এদিকে, হঠাৎ বৃষ্টিতে সমস্যায় পড়েছেন অফিসগামী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। সকালে শুরু হওয়া দুর্গাপূজা উদযাপনেও ঘটে বিঘ্ন ।

বৃষ্টির কারণে সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা ছিল। ছাতা নিয়ে কিছু মানুষকে খুব জরুরি কাজে বের হতে দেখা গেছে।

এই বিভাগের আরও খবর