,

বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক হিরণ আর নেই

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: বীর মুক্তিযোদ্ধা এসএম আজিজুল হক হিরণ (৭২) আর নেই।

শনিবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে… রাজিউন)।

তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। রোববার সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ধলগ্রামের নিজ বাড়ির আঙ্গিনায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়।

এ সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধারাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর