,

বিয়ে করছেন দীপিকার সাবেক প্রেমিক

দীপিকার সাবেক প্রেমিকবিয়ে করছেন

বিনোদন ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক নিহার পাণ্ডে। সাবেক মডেল ও অভিনেতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিলো বর্তমানে বলিউডের প্রথম সারির তারকা বনে যাওয়া দীপিকা পাড়ুকোনের।

জানা বলিউডের অভিষেকের আগে বেঙ্গালোর থেকে মুম্বাইয়ে আসেন নিহার ও দীপিকা। দুজনেই তখন জানান, তারা ‘লিভ-ইন’ রিলেশনশিপে আছেন। শুধু তাই নয় দুজন একসঙ্গে কাজও করেছিলেন হিমেশ রেশামিয়ার একটি মিউজিক ভিডিওতে।

পরবর্তীতে ফারাহ খান ও শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠতার সুফল হিসেবে বলিউডের রুপালি পর্দায় পা রাখেন দীপিকা আর তারপর এই জুটির সম্পর্ক আর বেশিদূর গড়ায়নি।

মজার ব্যাপার হলো সম্প্রতি বর্তমান রনভীর সিং এর সঙ্গে নিজের বিয়ের দিন তারিখ ঘোষণার পরই দীপিকার সাবেক প্রেমিক নিজের বিয়ের খবরটাও সামনে নিয়ে আসলেন। আগামী ফেব্রুয়ারীতে সঙ্গীতশিল্পী নীতি মোহানের সঙ্গে গাঁটছাড়া বাঁধবেন তিনি।

এই বিভাগের আরও খবর