জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় ৮ম শ্রেণির এক ছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিয়ের কথা বলে আল-আমিন নামে এক যুবক তাকে একাধিকবার ধর্ষণ করে।
বৃহস্পতিবার বিকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা যায়, বানসা গ্রামের সাবির উল্যার ছেলে আল আমিন তাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে।
চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আল-আমিন পলাতক রয়েছে, তাকে ধরার জন্য জোর চেষ্টা চলছে।