,

বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন লাক্স সুপারস্টার মীম

লাক্স সুপারস্টার মীম মানতাসা

বিনোদন ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: বেশ কিছুদিন বিরতি কাটিয়ে লাক্স সুপারস্টার মীম মানতাসা আবারও অভিনয়ে ফিরেছেন। ফেরার পর মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত নাটকে অভিনয় করলেন।নাটকের নাম ‘হারানো বাড়ি’। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

এ নাটকে মীমের সহশিল্পী চিত্রনায়ক ইমন। সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে। একটি পুরনো বাড়িকে ঘিরে নাটকটির মূল গল্প আবর্তিত হয়েছে। মীম এ নাটকে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। তার দাদা ছিলেন মুক্তিযোদ্ধা।

দাদার স্মৃতি খুঁজতে গিয়ে এ বাড়ির বিভিন্ন স্মৃতিচিহ্ন ক্যামেরায় ধারণ করেন। বাড়িটির সঙ্গে তার দাদার সম্পর্ক খোঁজার চেষ্টা করেন। এভাবেই নানা ঘটনায় এগিয়ে যাবে নাটকের কাহিনী।এতে অভিনয় প্রসঙ্গে মীম মানতাসা বলেন, ‘প্রথমবার সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি।

একজন সাংবাদিকের কাজের ধরন কেমন হতে পারে তা বোঝার সুযোগ হয়েছে এ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। মূলত এ প্রজন্মের মানুষের মধ্যে মুক্তিযুদ্ধ সম্পর্কে যে আগ্রহ তা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এ নাটকে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

এই বিভাগের আরও খবর