বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার যুবরাজ সিং। ভারতীয় জাতীয় দলের হয়ে আর মাঠ মাতাতে দেখা যাবে এই ক্রিকেট তারকাকে। সম্প্রতি টুইট করে বিদেশি দলের হয়ে খেলার কথা ঘোষণা দিয়েছেন যুবরাজ।
চলতি বছরের ১০ জুন জাতীয় দল ও আইপিএলকে বিদায় বলে দেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।
এবার টি-১০ লীগের তৃতীয় মৌসুম ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে। এই টি-১০ লীগের মৌসুমে বেশ কিছু ভারতীয় খেলোয়াড় খেলতে চলেছেন। গতবার এই টুর্নামেন্টে জাহির খান, মুনাফ প্যাটেল, আরপি সিং, প্রবীণ তাম্বে আর এস বদ্রীনাথের মত ক্রিকেটাররা খেলেছিলেন।
টি-১০ লীগের এবারের আসরে খেলবেন সিক্সার কিং খ্যাত যুবরাজ সিং। অবসর নেওয়ার পর তিনি গ্লোবাল কানাডা টি-২০ লীগ খেলেছেন। যেখানে তিনি ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করেন পাশাপাশি বোলিংয়েও বেশ কিছু উইকেট নিয়েছিলেন। এবার আবুধাবীতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-১০ লীগ খেলবেন তিনি।
যুবরাজ সিং নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে লিখেছেন, ‘আমার এই কথা ঘোষণা করতে গিয়ে যথেষ্ট খুশি হচ্ছে যে আমি আবুধাবী টি-১০ লীগে মারাঠা অ্যারেবিয়ান্সের হয়ে খেলব। আমার দলকে সমর্থন দিন আর আমাকে ১৪ থেকে ২৪ নভেম্বরের মধ্যে আবুধাবী টি-১০ লীগে দেখুন।’
প্রসঙ্গত, ভারতকে ২০১১ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যুবরাজ সিং। ২০১১ সালের বিশ্বকাপে ৯ ম্যাচের ৮ ইনিংসে ৯০ দশমিক ৫ গড়ে মোট ৩৬২ রান করেছিলেন। স্ট্রাইক রেট ৮৬ দশমিক ১৯ ছিল। একটি সেঞ্চুরি আর চারটি হাফসেঞ্চুরি করেছিলেন যুবরাজ। বোলিংয়ে ১৫ উইকেট তুলে নিয়েছিলেন। নিজের ভালো খেলার ফল স্বরূপ ২০১১ বিশ্বকাপে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন। সিক্সার কিং খ্যাত ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিং এ বছরের ১০ জুন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।