নিজস্ব প্রতিবেদক: এক মাসেরও বেশি সময় পর অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে।
গত ১ সেপ্টেম্বর থেকে অনলাইন সংবাদমাধ্যমটির ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাতে এটি পুনরায় চালু হয়েছে। বিডিনিউজের এক জ্যেষ্ঠ কর্মী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া বিডিনিউজের ওয়েবসাইটে একটি বার্তা দিয়ে বলা হয়েছে, ‘অবশেষে, ফিরে আসা! এ কাহিনীর পেছনের ঘটনা ইতিহাসই বলুক। আর আমরা লিখে যাই ইতিহাসের প্রথম খসড়া, আগের মতই।
‘অব্যাহত সহযোগিতা নিয়ে এ গল্পের সঙ্গী হওয়ায় পাঠক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ।’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ঢোকা যাচ্ছিল না গত ১ সেপ্টেম্বর দুপুর থেকে। পরে সেদিন সন্ধ্যার দিকে এ নিয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল, কী হয়েছে এর সুস্পষ্ট কারণ জানে না তারাও।
বিডিনিউজের ফেসবুকের ভেরিফায়েড পেজে বিষয়টি নিশ্চিত করে এক পোস্টে ওইদিন বলা হয়, ‘আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমন সব কারণে আমাদের সংবাদ পোর্টালে পাঠকদের নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
‘আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা পাঠকদের আশ্বস্ত করছি, ওয়েবসাইটটি ফিরিয়ে আনতে আমাদের লড়াই অব্যাহত রয়েছে।’