,

বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (০৯ জুন) বিকেল সোয়া ৩টার দিকে সদর উপজেলার রশিদপুর এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন- মোহনগঞ্জের গজধার গ্রামের করিম মিয়ার ছেলে রিপন মিয়া (৩০) ও সুনামগঞ্জের ধর্মপাশার আবদুল আজিজের ছেলে বাবলু মিয়া (৪২)। তারা দুইজনই অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল মহুয়া নামে যাত্রীবাহী বাস। ময়মনসিংহ সদরের রশিদপুর এলাকায় আসতেই সিএনজিচালিত অটোরিকশাটি  ব্যটারিচালিত একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা মহুয়া বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটিও পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এতে আহত হন আরও অন্তত চারজন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত দুইজনের মরদেহ শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

এই বিভাগের আরও খবর