,

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই খালাতো ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামে। তারা দুজনই শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেতু পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গোপালগঞ্জ শহরমুখী একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক মাহবুব মিনার ছেলে মিনহাজ মিনা (১৮) ঘটনাস্থলেই নিহত হন। অপর মোটরসাইকেল আরোহী রকিত মোল্লার ছেলে তানভির মোল্লা (১৯) মারাত্মক আহত হন। স্থানীয়রা আহত তানভিরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভির গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি এবং মিনহাজ মিনা মোল্লাহাট এলাকার একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

গোপালগঞ্জ সদর থানার এএসআই এস এম রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবে।

এই বিভাগের আরও খবর