,

বাবা-ছেলে-শ্বশুর সবাই ‘গরুচোর’

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২১টি চোরাই গরুসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গাজিউর রহমান রোববার দুপুরে বদলগাছী থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

গ্রেপ্তার চারজন হলেন বদলগাছীর তেঁতুলিয়ায় জাকির হোসেন, তার ছেলে সবুজ হোসেন, সবুজের শ্বশুর একই উপজেলার ঝাপড়িতলা গ্রামের রুহুল আমিন এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের তাঞ্জিল আলী।

গাজিউর রহমান জানান, শনিবার দুপুরে জাকির আর তার ছেলে ভটভটিতে করে পাঁচটি চোরাই গরু বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছিলেন। কোলা ঝাপড়িতলা মোড়ে থামলে বিহার গ্রামের এক নারী ভটভটিতে ২০ থেকে ২৫ দিন আগে চুরি হওয়া তার একটি গরু দেখতে পান।

এ নিয়ে জাকিরের সঙ্গে তার তর্ক শুরু হলে আশপাশের লোকজন তাদের আটক করে থানায় খবর দেয়। পুলিশ তাদের আটক করে। সেই সঙ্গে জাকিরের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি তল্লাশি করে ১৬টি গরু ও একটি খাসি উদ্ধার করে। জাকিরের বাড়ি থেকে আটক করা হয় রুহুল আমিন ও তাঞ্জিল আলীকে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘২১টি গরুর মধ্যে ১১টির মালিক চিহ্নিত করা হয়েছে। বাকি গরুর মালিক চিহ্নিত করে আদালতের মাধ্যমে হস্তান্তর করা হবে। আটক চারজনের নামে দুটি মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার তাদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।’

এই বিভাগের আরও খবর