,

বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জে দৈনিক যুগান্তরের ২২তম জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়।

এ সময় দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ ও রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এস, এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: রাজিউর রহমান, মুক্তিযোদ্ধা জেলা সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, বীর মুক্তিযোদ্ধা সাকায়েত হোসেন মোল্লা, এছাড়া যুগান্তরের কাশিয়ানী প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, আনন্দ টিভির মো. সেলিম রেজা, মোহনা টিভি মাসুদ পারভেজ, প্রতিদিনের সংবাদের দুলাল বিশ্বাস, চ্যানেল এস’র কাজী মাহমুদ, সিএনএন বাংলার জেড, এম আমিনুজ্জামান রিপন, নবচেতনার শাহীন মুন্সী, ভোরেরপাতার হেমন্ত বিশ্বাস, বাংলাদেশ বুলেটিনের অনুজ ঘোষ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক প্রথম আলোর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নুতন শেখ।

 

এই বিভাগের আরও খবর