জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
শনিবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সহ ৭৫’র ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন ।
এ সময় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের কার্য নির্বাহী কমিটির সদস্য নূরে জান্নাত আক্তার সীমা, ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি আরিফ সোহেল, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি রাশেদ আহমেদ সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।
এরআগে সাংবাদিক নেতৃবৃন্দ স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেন।
পরে তারা গোপালগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।