,

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ পাবলিসার্স এন্ড এডিটরস সোসাইটির শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পাবলিসার্স এন্ড এডিটরস সোসাইটির নেতৃবৃন্দ।

রবিবার দুপুরে সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

বাংলাদেশ পাবলিসার্স এন্ড এডিটরস সোসাইটির সভাপতি ও দৈনিক নবচেতনার সম্পাদক লায়ন শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক অগ্রসরের সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরীর নেতৃত্বে এ সময় সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলার ডাকের সম্পাদক মো. মনোয়ার হোসেন সিদ্দিকী, যুগ্মসাধারণ সম্পাদক ও দৈনিক দেশেরকণ্ঠের সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক ও দৈনিক কথার সম্পাদক টি এম শওকত আলী মোস্তফাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর